রাজবাড়ী প্রতিনিধি, মেহেদী হাসান রাজুঃ রাজবাড়ী সদর উপজেলা পৃথকভাবে অভিযান চালিয়ে গাজাসহ ৪ ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বিসিক এলাকার বাসিন্দা আফসার শেখের ছেলে রাজন শেখ, দুর্গাপুর এলাকার নিফাজ উদ্দিন শেখের ছেলে গোলাম মোস্তফা মোর্শেদ, রায়নগর এলাকার কামাল হোসেনের মেয়ে সুফিয়া বেগম নদী ও মৃত মৈজউদ্দিনের ছেলে কামাল হোসেন।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার আনছার মোল্লার বাড়ীর সামনে থেকে মাদক ব্যাবসায়ী রাজনকে ৫০০ গ্রাম ও মোর্শেদকে ২০০ গ্রাম গাজাসহ আটক করা হয়।
এছারাও পৃথক আর একটি অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী নদীকে ১৮০ গ্রাম ও তার পিতা কামাল হোসেনকে ৮০ গ্রাম গাজাসহ আটক করা হয়। এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।