অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে ভারতের ইনজুরির মিছিল বেড়েই চলছে। প্রতিটা ম্যাচেই কেউ না কেউ চোট পেয়ে ছিটকে যাচ্ছেন সিরিজ থেকে। তাই শুক্রবার শুরু হতে যাওয়া শেষ টেস্টে একাদশ গঠন করতেই হিমশিম খাবে সফরকারী দল। তাদের এমন দুরবস্থার কারণে আইপিএলকেই দায়ী করলেন অজি হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।
লকডাউনের পর গত সেপ্টেম্বরে আইপিএল দিয়েই মাঠে ফেরে ভারতীয় ক্রিকেটাররা। তখন থেকে এখন পর্যন্ত টানা খেলার মধ্যে আছেন প্রায় সবাই। আবার ঘরে ফিরে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। তাই ব্যস্ত আন্তর্জাতিক সূচীর আগে আইপিএল আয়োজনটা আদর্শ ছিলে না বলে মনে করেন ল্যাঙ্গার।
অজি কোচ বলেন, ‘এই গ্রীষ্মে যতগুলো ইনজুরি হয়েছে তা সত্যিই চমকপ্রদ। সাদা বলের সিরিজে আমরা ও ভারত পুরো টেস্ট সিরিজে এনিয়ে ভুগছে। আমার মনে হয় না, আইপিএলের সূচীটা আদর্শ সময় ছিল কারো জন্য। বিশেষ করে বড় সিরিজের আগে।’