বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করায় পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে শনিবার বাউফল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে অনুষ্ঠিত সভায়
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদের পটুয়াখালী জেলার সাবেক কমান্ডার আবদুল বারেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সামসুল আলম মিয়া, আবুল কালাম খান, কাজী আবদুর রব ও
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।