মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-কারিগরি দক্ষতা বিকাশের মাধ্যমে নারী উদ্যোক্তায় সৃজনলতা, ক্ষমতায়ন ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘সোনার আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক ১৫ দিন ব্যাপি গ্রামীণ নারী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ইবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শ্রেণি কক্ষে গত ৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদশ সরকারর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও প্রগ্রোসিভ সেবাকেন্দ্র (পিএসকে) সরিষাবাড়ি, জামালপুর বাস্তবায়নে নারীদের এই প্রশিক্ষণ শুরু করে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে প্রশিক্ষণটি সমাপ্ত হয়।
এসময় সমাপনী দিনের প্রশিক্ষণে জামালপুরের প্রগ্রোসিভ নির্বাহী পরিচালক ডাঃ এমএ মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও টাঙ্গাইলের উপ-পরিচালক কণিকা মল্লিক, প্রশিক্ষক মোছা. আতিয়া সিদ্দিকা প্রমুখ।